[

ধোনি কোহেলিদের মুখোমুখি বাংলাদেশ "এ" দল

ভারতের বিপক্ষে তাদের মাটিতে এখোনো কোনো  দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে জাতীয় দল কখনো আমন্ত্রণ না পেলেও আগামী সাপ্তাহে তিনটি ওয়ানডে ও দুইটি তিনদিনের ম্যাচ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ "এ" দল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে  এই সফরে ধনি-কোহেলিদের মুখোমুখি হতে পারে বাংলাদেশ "এ" দল।
আরও পড়ুন

নতুন রবি সিমে ১০ জিবি বোনাস

রবির দুর্দান্ত অফার। নতুন রবি সিম কিনে ৭৯ টাকা রিচার্জেই  পেয়ে যাবেন ১০ জিবি ইন্টারনেট । তাহলে আর দেরি কেন? আজই নিয়ে নেন নতুন রবি সংযোগ ।



আরও পড়ুন

এনড্রয়েড মোবাইলকে ব্যবহার করুন মডেম হিসেবে

ব্রডব্যান্ড ইন্টারনেট সব জায়গায় না থাকার কারনে অনেকেই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য মডেমের উপর নির্ভর করেন। আপনি চাইলে আপনার এড্রয়েড মোবাইলটিকেই ব্যবহার করতে পারেন মডেম হিসেবে ।এর জন্য যা যা করতে হবে......

১| প্রথমে আপনার মোবাইলের ডাটা কানেকশন চালু করুন

২|ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার মোবাইলকে পিসির সাথে সংযোগ দিন

৩|ইউএসবি ক্যাবল স্টোরেজ অপশনে ক্লিক করা থেকে বিরত থাকুন।





৪|এরপর আপনার মোবাইলের সেটিংসে গিয়ে মোর ওয়্যারলেস অপশন থেকে Tethering & hotspot অপশনের USB tethering বক্সে ক্লিক করুন।
 ৫| আপনার কাজ শেষ। এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর দেখুন আপনার পিসিতে নেট কানেকশন চলে এসেছে।
আরও পড়ুন

অাসল স্যামসাং মোবাইল চেনার উপায়

কিছুদিন যাবৎ মোবাইলের বাজারে  নকল স্যামসাং মোবাইলের পরিমাণ বেড়ে গেছে ব্যাপক হারে। ফলে সাধারন ক্রেতারা হচ্ছেন প্রতারিত। তাই স্যামসাং মোবাইল কেনার আগে অবশ্যই চেক করে নিন আপনার মোবাইলটি আসল কিনা? আর এর জন্য আপনার স্যামসাং মোবাইল থেকে *#০*# ডায়াল করে সেন্সর, টাচ
এবং আরো অন্যান্য ফিচারগুলো ঠিকভাবে কাজ করে কি না তা চেক করে নিন।
আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়

আইসিআরসি টি-টুয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচে ইংল্যান্ড শারীরিক প্রতিবন্ধী দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দল। অভিনন্দন টাইগারদের।

আরও পড়ুন

অপেরা মিনি সেটিংস পরিবর্তন

অপেরা ব্রাউজার দিয়ে যার যার ফেসবুক লগআউট হয়ে যাচ্ছে তারা এই পদ্ধতির মাধ্যমে ঠিক করে নিতে পারেন...
**Opera Facebook Logout problem solve - **Go to Opera > setting > privacy > Accept Cookies= Off "
আরও পড়ুন

ফেসবুক টিপস

ফেসবুকে সিঙ্গল নেইম (শুধুমাত্র একটি নাম) কিংবা ব্লাঙ্ক স্ট্যাটাস (কিছু লিখা ছাড়া স্ট্যাটাস) দিতে চাইলে নিচের ভিডিও দুইটি দেখুন।
অত্যন্ত সহজভাবে টিউটোরিয়াল ভিডিও দুইটি তৈরি করেছে প্রিয় ছোট ভাই: Arif
1. https://youtu.be/49S04mQIgpY
2. https://youtu.be/mQj5kEiVRmg
আরও পড়ুন